বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বকশীগঞ্জে শীতার্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বকশীগঞ্জে শীতার্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন 

জামালপুরের বকশীগঞ্জে উত্তরের হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দৈনন্দিন কার্যক্রম। 

তীব্র শীতের কারণে গারো পাহাড়ি জনপথ ও নদীর তীরবর্তী এলাকার মানুষ রয়েছে চরম বিপাকে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ নিদারুণ কষ্টে দিন পার করছেন। তবে এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। 

বকশীগঞ্জ ইউএনও মো. মাসুদ রানা উপজেলা প্রশাসনের পক্ষে অসহায়, দুস্থ ও যার প্রয়োজন তাকেই শীতবস্ত্র বিতরণ করছেন। 

ইতোমধ্যে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবীবুর রহমান সুমনকে সঙ্গে নিয়ে ইউএনও মো. মাসুদ রানা বিভিন্ন ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। উপজেলা প্রশাসনের শীতবস্ত্র পেয়ে খুশি এসব অসহায় মানুষ।

ইউএনও মো. মাসুদ রানা জানান, জামালপুর উত্তরাঞ্চলে শীতের তীব্রতা অনেক বেশি। শীতের কারণে অনেক মানুষ কষ্টে রয়েছেন। তবে যার প্রয়োজন তাকেই শীতবস্ত্র দেয়া হচ্ছে। উপজেলা প্রশাসন অসহায় মানুষের সব সময় পাশে থাকবে। 

টিএইচ